We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.

আ​ম​া​র চ​ো​খ ছ​ি​ঁ​ড়​ে ফ​ে​ল​ো

by Debopom Ghosh Must Be Killed

/
  • Streaming + Download

    Includes unlimited streaming via the free Bandcamp app, plus high-quality download in MP3, FLAC and more.
    Purchasable with gift card

      $3.09 USD  or more

     

1.
নেই নেই ললাট শূন্য বাহ্যিক আবরণে সহস্র অক্ষি। দেওয়ালে কালো ছোপ রক্তের দাগ, থুথু আর কথা আর স্মৃতি। আমি কিছু করিনি আমি কিছু দেখিনি আমি কিছু জানিনা। মেরে ফেলে লাভ কি? ভ্রম আর ভ্রম আর মোহ আর মায়া আর ক্ষোভ, ক্ষত অভিমান আর রাগ, এবং অতঃপর কিছুই না। ত্যাগ ত্যাগ আমাকে মেরে ফেলা হয়েছে কেউ দেখেনি কেউ মনে রাখবে না কেউ বিশ্বাস করবে না।
2.
চিরহিম ও আঁধারে আছন্ন এক কারাগার কারাগারে শুধুই আমি আর মরীচিকা, আর মরীচিকার স্মৃতি ঠাণ্ডা কক্ষ আঁধারের ভগবান, আঁধারের ভূতগুলো নগ্ন ও নির্বাক আত্মা দেখো আমার ছুরিতে কোনো দাগ নেই আমার শরীরে ক্ষত নেই আমি কাঁদিনি, কাঁদতে পারি না। আমি বেশ্যা না, আমি মিথ্যে বলিনি ধর্ষণ হোক সত্যর, ধর্ষণ হোক ধর্মর আমার স্নানঘরে আয়না নেই কাঁচের টুকরো কাঁচের টুকরো তে আমার শেষ প্রতিবিম্ব প্রতিবিম্বগুলির হাত ধরে আসে আমার আত্মহত্যা।
3.
The floor is red And black So are the walls. Knives are dirty Blades are infected So are the wounds. The body is hollow Stomach is empty So is the room So is the phone So is the wallet. I, poisoned myself I, killed myself A moment of silence An eternity of nothing.
4.
আজকে রাত, গভীর ঘুমে ঈশ্বর তবে নোংরা পূর্ণিমার আলোকরশ্মি চাঁদ মেঘে ঢেকে নেই তাও বৃষ্টিতে ভিজতে পেরেছে কেউ। চাঁদরে দাগ, দরজায় ঝুলানো কাপড় থেকে গন্ধ কিছু মাস ধরে। কিছু মাস ধরে কেউ কিছু বলেনি আমি কিছু বলতে চাই আমি আওয়াজ শুনতে চাই না আর আমাকে কেউ ক্ষমা করো না আমি আর চিঠি লিখতে চাই না আমি আর এভাবে ধরে রাখতে পারবো না। আমাকে বিষ কিনে দাও ভিক্ষা দাও কিছু লাত্থি দিয়ে মেরে ফেল কেউ হত্যা করো। আমার চোখ ছিঁড়ে ফেলো আমার চোখ ছিঁড়ে ফেলো আমার চোখ ছিঁড়ে ফেলো।
5.
6.
আমি আর ছবিগুলো দেখবো না আর কবিতাগুলো পড়বো না। কিন্তু কিন্তু আমি নেই ঘুমিয়ে আছে আমার সব সত্তা আজীবন। মিথ্যে মিথ্যে আমি সব দেখেছি, তোমার আমি শব দেখেছি, আমার। আমি নেই কবিতাগুলোর মধ্যে আজকে গতকালকে বা কোনোদিনও। নিক্ষেপ করা হোক আমার সব লেখা আমার দেহের সাথে, শ্মশানে। আমার চেহারা ছিঁড়ে খাও আমার বুক থেকে রক্তহরণ করো। না, আমি দেখতে চাই না আমি শেষ হয়ে যাবো আমি অস্বাভাবিক আমি অসুস্থ আমি শত্রু আমি মৃত্যু, মৃত। মরে যাও ফুলগুলো মরে যাও সময় মরে যাও শিশুরা ছারখার হয়ে যাও সবকিছু, একটু একটু… ভুলে যাও সবকিছু

about

Purchase the digital copy on Dhooooooomketu to access the mixed media lyrics booklet designed by Anirban Guha: dhooooooomketu.bandcamp.com/album/tear-my-eyes-out

Cat.No: DMK02

Unsettling drones, intricate distortions, and complex field recording meet with unconventional and harsh vocals in "আমার চোখ ছিঁড়ে ফেলো [TEAR MY EYES OUT] ⟶ the latest EP from Bangladesh-based artist, Debopom Ghosh Must Be Killed.

In আমার চোখ ছিঁড়ে ফেলো, Debopom undertakes an experimental artistic venture, seamlessly blending elements of extreme Depressive Suicidal Black Metal and Harsh Black Noise.

The EP comprises of six distinct tracks, each delving into profound themes including the artist's tumultuous past marked by abuse, experiences of trauma, intricate dynamics of self and interpersonal relationships underscored by misanthropy and profound struggles with suicidal tendencies. Within each track, the lyrical composition employs a blend of both realistic and metaphorical articulation, encouraging listeners to engage with the darkness pervasive in every song.

For Debopom, আমার চোখ ছিঁড়ে ফেলো stands as an amalgamation of experimental music, personal catharsis, and a profound exploration of the human psyche

credits

released September 3, 2023

Art and Lyrics:
Debopom Ghosh

license

all rights reserved

tags

If you like Debopom Ghosh Must Be Killed, you may also like: